Description
ভ্রমণপ্রেমীদের কাছে ভারতের যে কয়টা স্থান ভালো লাগার কাতারে আছে, তার মধ্যে একটি হচ্ছে সিকিম। নৈসর্গিক সৌন্দর্য আর পাহাড় ঘেরা এই রাজ্যে বরফ ও পর্বত দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসে সারা বছর। বাংলাদেশী পর্যটকদের জন্যে উন্মুক্ত হওয়ার পর থেকে দেশীয় পর্যটকদের কাছে ভারতের সিকিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।কিন্তু সরাসরি কোনো পরিবহন না থাকায় ভেঙে ভেঙে যেতে হয় বাংলাদেশের পর্যটকদের, যার কারণে অনেকেই পিছপা হয়েছেন।
তাদের জন্য সুখবর যারা যাতায়াত এর কথা ভেবে পিছপা হয়েছেন। আসছে জুলাই মাসেই ঢাকা থেকে সিকিম যাওয়া যাবে বাসে, ঢাকা থেকে সরাসরি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি। এর আগে শিলং, আগরতলা, কলকাতা ও শিলিগুড়ি রুটে চলাচল শুরু করেছে বিআরটিসির বাস সার্ভিস। তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি।
জানা যায়, আগামী জুলাই মাসেই ঢাকা থেকে শ্যামলী পরিবহনের (এনআর) একটি বাস নিয়ে সিকিম যাবে ৫০ জনের একটি দল। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাস অপারেটর প্রতিনিধি মিলিয়ে একটি দল জুলাই মাসের মাঝামাঝি সিকিম যাবে। আশা করা যায় ঢাকা থেকে সিকিম সরাসরি বাস সার্ভিস চালু হলে বাংলাদেশী পর্যটকদের ঢল নামবে।
লেখা: ইফতেখার মাছুম
Reviews
There are no reviews yet.